পাথরঘাটা(বরগুনা)প্রাতনিধি:শ্রীগুরু সঙ্ঘ পাথরঘাটা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে খাবার ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪ নভেম্বর বিকাল ৪টায় পাথরঘাটা কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৫ তম আবির্ভাব(জন্মউৎসব)উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘ পাথরঘাটা শাখা এই অনুষ্ঠনের আয়োজন করে।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খান মাহবুবুর রহমান,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অরুন কর্মকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইমাম হোসেন, সাংবাদিক খোকন কর্মকার,বাসুদেব মালী,সুশীল কুমার মালী,সুমন সেন,কৃষ্ণ সাহা সহ অন্যান্য অতিথিবর্গ।

সভায় সভাপতিত্ত্ব করেন শ্রীগুরু সঙ্ঘ পাথরঘাটা শাখার সভাপতি অমল দেবনাথ। অনুষ্ঠানে প্রায় দের শতধিক শীতার্ত-দুস্থ পরিবারের হাতে কম্বল এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের জন্মউৎসব উপলক্ষে ভাগভৎ ও গীতাপাঠ সহ অন্যান্য প্রার্থনাদি করা হয়।





(এটি/এস/নভেম্বর ১৫ ,২০১৬ )