নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে নওগাঁ শহরের খিদিরপুর মহল্লার ইন্দ্রজিৎ কবিরাজ ওরফে মনোজ ডাক্তারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির ৭টি ঘরের মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। প্রায় ঘন্টাকাল ব্যাপী অভিযান চালিয়ে ফায়ার ব্রিগেডের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, পৌর কাউন্সিলর হাসান ইমাম তমাল ও শহিদুল ইসলাম লতিফ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস, থানার ওসি এবং উপস্থিত লোকজন প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক ইন্দ্রজিৎ সরকার ওরফে মনোজ ডাক্তার জানান, রাত ৩টার দিকে প্রতিবেশী এক যুবক আগুন দেখে চিৎকার শুরু করলে তারা তাদের শয়নঘরের তালার ওপর রাখা কাঠের শুকনা খড়িতে আগুন দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাত সাড়ে ৪টায় ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বাড়ির ৭টি ঘরের তালার ওপর রাখা খড়িসহ টিনের চালের কাঠের বাটাম, বাঁশের পাড় পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘটনার রাতে বিদ্যুতের ভোল্টেজে ছিল ভয়াবহ আপ-ডাউন। ওই রাতে পার্শ্ববর্তী ৪/৫টি বাড়িতে বিদ্যুতের অত্যধিক ভোল্টেজের কারনে তাদের টিভির পিকচার টিউব পুড়ে যায়। পুলিশী তদন্তে জানা যায়, সেখানে বাইরে থেকে ঘরের তালার ওপর আগুন লাগিয়ে দেয়ার কোন সুযোগ নেই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে থানার ওসি জানিয়েছেন।


(বিএম/এস/নভেম্বর ১৬, ২০১৬)