স্টাফ রিপোর্টার :গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা ধান কাটার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের অবাধে চলাফেরার অধিকার নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এক রিটের শুনানিতে নির্দেশ দেন উচ্চ আদালত। স্থানীয় চিনি কলের ডেপুটি ম্যানেজার রতন কুমার হালদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সাঁওতালদের উচ্ছেদের বিষয়ে কী কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক'টি মামলা হয়েছে তা ১০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জের ওসিকে।

রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দীন ও জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।






(ওএস/এস/নভেম্বর ১৭, ২০১৬)