নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা সদরে অবস্থিত বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়েছিল, অবশেষে শনিবার থেকে তা ফেরত দিতে শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। বিভিন্ন পত্র-পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে।

উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে স্কুলের শিক্ষকরা আদায়কৃত বাড়তি টাকা শিক্ষার্থীদের ফেরৎ দেয়া শুরু করেন। আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৭শ’ ৯৫ টাকা হলেও বদলগাছী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকরা ৩ হাজার ৭শ’ ৫০ টাকা করে আদায় করেন। এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ সাংবাদিকদের বলেন, আমরা যে অতিরিক্ত টাকা নিয়েছিলাম, তা ফেরত দেয়া হচ্ছে।

(বিএম/এএস/নভেম্বর ১৯, ২০১৬)