স্টাফ রিপোর্টার :নাইকো দুর্নীতির মামলার বিচার কার্যক্রম চলার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো সোমবার শুনানি চলছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই শুনানি চলছে।

খালেদা জিয়ার পক্ষে এডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করছেন। এছাড়া রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত রয়েছেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি গ্রহণ করে গত বছরের ১৮ জুন হাইকোর্ট খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এতে বলা হয়, হাইকোর্টের রায় সঠিক নয়। আবেদন খারিজ করে দেওয়ায় খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।






(ওএস/এস/নভেম্বর ২১, ২০১৬)