কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দুর্ণীতি ও অনিয়ম বন্ধ করতে পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে প্রকাশ্যে গণশুনানীর মাধ্যমে দরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্ত নারীদের ভিজিডি’র নাম তালিকাভূক্ত করা হচ্ছে। ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার এ উদ্যেগ গ্রহন করেন।

সোমবার ইউনিয়নের দক্ষিন খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্যে গ্রামবাসী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে এ তালিকা তৈরির কাজ শুরু হয়।

ইউপি সদস্য শাজাহান হাওলাদারের সভাপতিত্বে ভিজিডি’র নাম তালিকাভূক্ত গনশুনানীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার। অনুষ্ঠানে ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাংগঠনকি সম্পাদক মোস্তাফিজ ভূইয়া, যুবলীগ সভাপতি শহিদ মাষ্টার,ইউপি সদস্যআইয়ুব আলী গাজী, আলতাফ হোসেন, মহিলা ইউপি সদস্য রানী বেগমসহ শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার বলেন, ইউনিয়নের অসহায় মানুষ যাতে সরকারি সুবিধা ভোগ করতে পারে এজন্যই প্রকাশ্যে নাম তালিকাভূক্ত করছেন। এতে প্রকৃত অসহায় মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হবেনা এবং তালিকা তৈরিতে কোন অনিয়ম কিংবা দুর্নীতির প্রশ্ন উঠবে না।

(এমকেআর/এএস/নভেম্বর ২১, ২০১৬)