ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে শনিবার সকাল১০টার দিকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এস আই শাহজাহান আলীসহ ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহত শৈলকুপার কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুস সেলিম, তৈয়ব আলী ও নায়েব আলীসহ ১০ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধূরী জানান, সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়ো গ্রামে আওয়ামী লীগ নেতা সাত্তার ও মোস্তফা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাত্তার গ্রুপের সাত্তারসহ ৪ জন ও মোস্তফা গ্রুপের নায়েব আলীসহ ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের ওপর হামলা করা হয়।

এ হামলায় শৈলকুপার কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলীর মাথা ফেটে আহত হন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোনো মামলা হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধূরী জানান, পুলিশের ওপর হামলায় ঘটনায় গোয়ালবাড়িয়া গ্রামের একদিল সরদারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

(ওএস/জেএ/জুন ১৪, ২০১৪)