নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সিঁধ কেটে সোনার দোকানে রহস্যজনক চুরির ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এ ঘটনার কোন ক্লু খুঁজে পায়নি। গত ১৮ নবেম্বর দিনগত রাতে উপজেলা সদরের সোনার পট্টির মেসার্স কোহিনূর জুয়েলার্স দোকানের পিছনের পাকা দেয়াল কেটে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

এ ব্যাপারে জুয়েলার্স মালিক আতিকুর রহমান ঘটনার পরদিন মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই জুয়েলার্সের সত্বাধীকারী আতিকুর রহমান জানান, ঘটনার রাত ৯ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান তালা বন্ধ করে মহাদেবপুরস্থ বাসায় তিনি যান। পরদিন (১৯ নবেম্ব^র) সকালে তিনি দোকান খোলার পর দেখতে পান তার পার্শ্ববর্তী অপর স্বর্ণ দোকানের পিছনের ইটের দেয়াল কেটে ওই দেকানে ঢুকে তার প্রতিষ্ঠানের পূর্ব দিকের ইটের দেয়াল কেটে চোর ভিতরে ঢুকে তিনটি সিন্ধুকের মধ্যে একটি সিন্ধুক ভেঙ্গে বিভিন্ন ধরনের ন্বর্ণলংকার নিয়ে যায়।

সর্বমোট ১ শ’ ২৫ ভরি স্বর্ণলঙ্কার এবং ২ লাখ টাকার ডায়মন্ড ও নগদ ৬০ হাজার টাকা চোর লুট করে নিয়ে গেছে। এদিকে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীসহ লোকজনদের মধ্যে এ স্বর্ণের দোকানে রহস্যজনক চুরির বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। স্থানীয় অনেক ব্যবসায়ী বলাবলি করছে, সম্প্রতি কোহিনূর জুয়েলার্সের মালিক আতিকুর রহমানের বাবা সাবের আলী সোনার মারা যান। আতিকুর রহমানসহ চার ভাই একই ধরনের চারটি স্বর্ণের দোকান রয়েছে।

আতিকুরের এ জুয়েলার্সের দোকানে তার অপর তিন ভাইয়ের দোকান থেকে তার এ জুয়েলার্সের দোকানে অনেক বেশী স্বর্ণলংকার ছিল। সমালোচকরা মনে করছে, পিতার মৃত্যুর পর সমান অংশ দেয়া থেকে তার ভাইদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য নিয়ে আতিকুর রহমান দোকান চুরির নাটক করতে পারেন। রহস্যজনক ভাবে স্বর্ণের দোকান চুরির সত্যতা স্বিকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ জানান, কোহিনূর জুয়েলার্সের ভিতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে জানা যায়, মুখোশ পরিহিত এক ব্যক্তি এ স্বর্ণের দোকানে রাত সোয়া ১২টার দিকে ঢুকে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ভিডিও ফুটেজটির সূত্র ধরে অপরাধীকে চিহ্ণিত করা সহ চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে পুলিশ চেষ্টা করছে। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ লোকজনের মধ্যে আতিকুরের পিতার মৃত্যুর পর তার ভাইদেরকে এ অংশ থেকে বঞ্চিত করার কোন উদ্দেশ্যে এ চুরি ঘটনার নাটক হয়েছে কিনা সে ব্যাপারেও পুলিশ তদন্ত করছে।

(বিএম/এএস/নভেম্বর ২২, ২০১৬)