মাগুরা প্রতিনিধি:মাগুরা সদর উপজেলার বারইখালী গ্রামে বুধবার রাতে এক পরিবারের পুরুষ সদস্যদের কৌশলে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোরে প্রতিবেশীরা ঘটনা বুঝতে পেরে ওই পরিবারের ৪ জনকে অজ্ঞান অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের অবস্থা আশংঙ্কা মুক্ত।

পারিবারিক সূত্র জানায়, সোমদেব ভৌমিক ও তার ৩ পুত্র শান্তি, বিল্টু ,লাল্টু রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে অচেতন হয়ে যান। এই সুযোগে দুর্বৃত্তরা গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় এক লক্ষ টাকার স্বর্ণালংঙ্কার নগত টাকা ও মূল্যবাদ কাপড় চোপড় নিয়ে যায়। ওই বাড়ির নলকূপের পানিতে বা রাতের খাবারের সাথে সুকৌশলে কোন চেতনা নাশক ঔষধ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।


মাগুরায় নবজাতকের মরদেহ উদ্ধার

মাগুরা সদর হাসপাতাল এলাকায় মাইক্রোবাস স্টান্ডের পাশে ডাস্টবিনের মধ্যে এক অজ্ঞাত নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার হয়েছে।

বুধবার সকালে কুকুরে নবজাতকের লাশ নিয়ে টানা হ্যাচড়া করতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কে বা কারা রাতে নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।


(ডিসি/এস/নভেম্বর ২৩, ২০১৬)