নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় নওগাঁয় মাঠ পর্যায়ে বাস্তবায়িত পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা কার্যক্রমের জেলা পর্যায়ে অগ্রগতি পরিবীক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা অফিস এই কর্মশালার আয়োজন করে। নওগাঁ জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কস্তুরি আমিনা কুইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বেগম জিন্নাত আরা ও মোঃ মাহমুদুর রহমান চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন, জেলা প.প. অফিসের এমওসিসি ডা. মোঃ কামরুল আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সোহরাব উদ্দিন মোল্লা, মোঃ আসলাম হোসেন, মোতাহার হোসেন, শফিকুল ইসলাম এবং জেলার ১১ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও অফিস সহকারীবৃন্দ।

(বিএম/এএস/নভেম্বর ২৩, ২০১৬)