নওগাঁ প্রতিনিধি : সিসি ক্যামেরার আওতায় আসছে নওগাঁ শহর। প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ নওজোয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার উদ্বোধন করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যেই ক্যামেরাগুলো বসানো হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি অনুষ্ঠিত নওগাঁ চেম্বারের নির্বাচনে মোঃ ইকবাল শাহরিয়ার রাসেলের প্যানেলের নির্বাচনী ওয়াদা ছিল, বিজয়ী হলে শহরকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে। এই সিসি ক্যামেরা লাগানোর মধ্যদিয়ে চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল তাদের নির্বাচনী ওয়াদা পালন করলেন।

পরে মন্ত্রী নওগাঁ জেলার নিয়ামতপুরে নবনির্মিত জেলার সর্ব বৃহৎ থানা কমপ্লেক্স উদ্বোধন করবেন। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলা বিশিষ্ট অত্যাধুনিক এই থানা কমপ্লেক্সটি জেলার মধ্যে সর্ববৃহৎ ও যুগোপযোগী। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসছেন, পুলিশের পদস্থ কর্মকর্তারাও।

এ উপলক্ষ্যে গোটা জেলা জুড়ে চলছে সাজ সাজ রব। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেন, থানা কমপ্লেক্সের কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষ্যে খানা-খন্দে ভরা উপজেলা সদরের প্রধান সড়কটি নতুন করে সংস্কার করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামীলীগ নিয়ামতপুর উপজেলা শাখা ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে পর্যাপ্ত তোরন নির্মানের পাশাপাশি মনোরম সাজে সাজানো হয়েছে নওগাঁর নিয়ামতপুর এলাকা। ব্যবস্থা নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার।



(বিএম/এস/নভেম্বর ২৪, ২০১৬)