আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়া সরকার ও দেশটির বৃহৎ বিদ্রোহী গোষ্ঠী 'দ্য রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া' (ফার্ক) নতুন এক শান্তিচুক্তিতে সই করেছে।

২ অক্টোবর কলম্বিয়ার জনগণ গণভোটের মাধ্যমে আগের চুক্তি প্রত্যাখ্যান করলে নতুন চুক্তির পথে আগায় কলম্বিয়া সরকার ও ফার্ক।

নতুন চুক্তি অনুমোদনের জন্য কলম্বিয়ার কংগ্রেসে জমা দেয়া হয়েছে এবং নতুন প্রস্তাবনা অনুমোদন পেলে বৃহস্পতিবার চুক্তি সই হবে, দাবি বিবিসি নিউজের।

১৯৬৪ সাল থেকে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। এই লড়াইয়ে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত এবং প্রায় ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।





(ওএস/এস/নভেম্বর ২৫, ২০১৬)