দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী :পূর্ব ঘোষণা অনুযায়ী গোয়ালন্দের মরা পদ্মায় আজ বৃহস্পতিবার পলো বাইচ (মাছ ধরার ফাঁদ) দিয়ে মাছ ধরেছেন শতাধিক সৌখিন মাছ শিকারী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পলো বাইচে অংশ নিয়ে অন্য রকম আনন্দ উপভোগ করেছেন তারা।

নদী খাল-বিল, হাওর-বাঁওড়ের দেশ বাংলাদেশ। সে গুলোতে বর্ষায় যেমন পানি উপচে পড়ে, তেমনি বর্ষার শেষে কমে আসে পানি। তখন কম পানিতে মাছ ধরার উৎসবও শুরু হয় গ্রামবাংলায়। পলোবাইচ তেমনি একটি উৎসব। দলবদ্ধ হয়ে পলো দিয়ে মাছ শিকারের ঐতিহ্য বহু পুরোনো। সেই ঐতিহ্য ধরে রাখতেই এই পলো বাইচের আয়োজন করা হয়।

সরেজমিন দেখা যায়, দেশী জাতের মাছের মধ্যে শোল, বোয়াল, রুই ও কাতলা মাছ পলোতে বেশি ধরা পড়ছে। তবে ধরা পরা মাছের মধ্যে ছোট আকৃতির মাছই বেশী।

পলো বাইচ উৎসবে অংশ নেয়া আবুল কালাম জানান, শখের বশে পলো বাইতে আসছি, একটি বোয়াল মাছ পাইছি। আরেক মাছ শিকারি পেয়েছেন ছোট আকৃতির ৮/৯টি রুই ও কাতলা মাছ।

পলোবাইচে অংশ নেয়া অনেকেই জানান, পলোবাইচ দিয়ে মাছ শিকার করার মজাই আলাদা। কারো পলোর নিচে একটি মাছ পড়লে চিৎকার দিয়ে উৎসব প্রকাশ করেন।


(ডিবি/এস/নভেম্বর ২৫, ২০১৬)