নওগাঁ প্রতিনিধি : শুক্রবার ভোররাতে নওগাঁর বদলগাছী উপজেলার বৈকন্ঠপুর গ্রামে অভিযান চালিয়ে ১শ’ কেজি (আড়াই মণ) গাঁজাসহ বকুল বানু (৪৫) ও তার ছেলে শাহিনুর রহমান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আতাউর রহমান পালিয়ে যায়। পরে পুলিশ তার স্ত্রী বকুল বানু ও ছেলে শাহিনুর রহমানকে আটক করে।

তাদের দেয়া তথ্য মোতাবেক ঘরের মধ্যে চটের বস্তার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ১শ’ কেজি (আড়াই মন) গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

বৈকন্ঠপুর গ্রামের মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও তার স্ত্রী বকুল বানু ও ছেলে শাহিনুর রহমান জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ব্যাপারে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।


(বিএম/এস/নভেম্বর ২৫, ২০১৬)