নওগাঁ প্রতিনিধি : শনিবার বেলা সাড়ে ১১টায় ইন্টিগ্রেন্টেড রুরাল ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সাপাহারে দর্জি সেলাই প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে সার্টিফিকেট ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশের সভা কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র প্রশিক্ষনার্থী মহিলাদের আতœকর্মসংস্থানমুলক কর্মকান্ডের ওপর গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশের নির্বাহী পরিচালক মিনারা বেগম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সভাপতি জাহাঙ্গীর আলম, সদর ইউপি সদস্য তরিকুল ইসলাম, সংগঠনের অর্থ ও প্রশানিক কর্মকর্তা আতিকুর রহমান, মনিটরিং অফিসার ফারুক হোসেন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ১০জন প্রশিক্ষনার্থী মহিলা ও অসংখ্য গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতোমধ্যে ওই সংগঠনের মাধ্যমে আয়বর্ধন মুলক ও আতœকর্মসংস্থানের জন্য উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় অতিদরিদ্র মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন জানিয়েছেন।

(বিএম/এএস/নভেম্বর ২৬, ২০১৬)