স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টিকফা চুক্তি হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে এ বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি দেশটির নতুন সরকার গঠনের কারণে তা আপাতত স্থগিত রয়েছে। তবে আগামী বছরের মার্চের যে কোনো দিন এ চুক্তি সম্পাদিত হবে।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৬)