কলকাতা প্রতিনিধি : অবশেষে কমিশনের কাছে নতি স্বীকার করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজি৷ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নতি স্বীকার করেন।

কার্যত নিম রাজি হয়েই নির্দেশ মতো কাল সকালের মধ্যেই ৫ জেলার পুলিশ সুপার ও ১ জেলা শাসককে বদলি করা হবে বলে দূর্গাপুরে জানালেন মুখ্যমন্ত্রী। এর আগে কমিশনের বিরুদ্ধে বিষেদগার করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন শেষ হতেই, বদলি হওয়া প্রশাসনিক আধিকারিকরা নিজের নিজের জেলার দায়িত্বে ফিরে যাবেন।

ভোটের পর অফিসারদের স্বপদে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পরোক্ষে চাপ।

এদিকে, অপসারিত তিন আইএএস অফিসারকে স্বরাষ্ট্র দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করেছে রাজ্য সরকার। চার অপসারিত জেলা পুলিশ সুপারের মধ্যে দুজনকে বদলি করা হয়েছে সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট পদে বাকি দুজনকে পুলিশ ডিরেক্টরেটে অফিসার অন স্পেশাল ডিউটিতে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল অপসারিত আইএএস ও আইপিএসরা নির্বাচনের কাজে সরাসরি যুক্ত থাকতে পারবে না।

তাই, পাঁচ আইএস ও আইপিএসকে কোনও নির্র্দিষ্ট দায়িত্ব ছাড়াই অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়ে এসে পুনর্বাসন দিতে হয়েছে রাজ্য সরকারকে। যেহেতু, কমিশনের নির্দেশে সিআইডি থেকে দুই আইপিএস ওয়াকার রাজা এবং মীরাজ খালিদ মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার দায়িত্ব নিয়েছেন তাঁদের জায়গায় দায়িত্বভার নিলেন হুমায়ূন কবীর ও ভারতী ঘোষ। সিআইডি সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকায় এই সিদ্ধান্ত। রাজেশ যাদব ও এসএমএইচ মির্জাকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে পুলিস ডিরেক্টরেটে বদলি করা হয়েছে।

(ওএস/এটি/ এপ্রিল ০৯, ২০১৪)