দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরকারচন্দ গ্রামের হিন্দু পল্লীর ৫টি মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ১১টি শিব ও কালী প্রতিমা ভাংচুর করেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আছাদুজ্জামান আছদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ।

ছোট ভাকলা ইউনিয়নের চর কাররন্দ গ্রামের ১ নং ওয়ার্ডের হিন্দু পল্লীর বাসিন্দা সমর শীল, পালন কর্মকার, মন্টু কুমার, পার্থ সারথী, রতন কর্মকারের মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ক্ষতিগ্রস্তরা বলেন, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা কৌশলে এলাকায় হানা দিয়ে ৫টি মন্দিরে হামলা চালায়। মন্দিরের প্রতিমা ভাঙ্চুরে পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
গোয়ালন্দ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি নির্মল কুমার বলেন, এটা রাজাবাড়ী বাসীর জন্য দুঃখজনক একটি অধ্যায়। তিনি বলেন, এটা একটি চক্রান্ত, তিনি আরো বলেন এটা কোন সাম্প্রদায়িক হামলা নয় তবে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করতে না পারলে অপরাধীরা সাহস পেয়ে যাবে।

রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম ক্ষতিগ্রস্ত মন্দিরগুলে পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

(ডিবি/এএস/নভেম্বর ২৯, ২০১৬)