দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বেসরকাির উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোঘর প্রকল্প কর্তৃক আয়োজিত দুর্গাপুরে ‘‘বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক সেমিনার’’ অনুষ্ঠিত হয় উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে।

মঙ্গলবার দিনব্যাপি অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপনা করেন সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড্ ফ্যামিলিজ (সাফ) এর এরিয়া কোঅর্ডিনেটর ও সাংবাদিক নিতাই সাহা।

আলোঘর প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর বেনেডিক্ট মাংসাং এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুল্লাগড়া ইউ,পি চেয়ারম্যান সুব্রত সাংমা ও সাংবাদিক এন,সি সরকার।

আলোচনায় মূল প্রবন্ধের উপরে সার সংক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন রানী খং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী লিওবা এস.এম.আর.এ, সাবেক ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার মিন্টু রিছিল, উন্নয়ন কর্মী বিজয় তজু। এ সেমিনারে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা কেন্দ্রে এস,এম,সি সভাপতিগণ ও এলাকার গন্যমান্য সহ ৫০ জন অংশগ্রহনকারীর মধ্যে আলোচনায় অংশ নেন, শিক্ষক রমা রানী সরকার, ইউ,পি সদস্য হাাবিবুর রহমান, ইদ্রিস আলী, শারমীন সুলতানা, উন্নয়ন কর্মী হযরত আলী।

উল্লেখ্য যে, প্রধান অতিথি তার বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধসহ কোন নারী ও শিশু নির্যাতিত হলে টোল ফ্রি ১০৯৮ নাম্বারে মোবাইল করে তথ্য দেওয়ার জোর পরামর্শ দেন।

(এনএস/এএস/নভেম্বর ২৯, ২০১৬)