হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে জাতীয় শ্রমিক লীগ গোবরাকুড়া স্থলবন্দর শাখার উদ্যোগে ২৯ নভেম্বর দুপুরে স্থল বন্দর চত্ত্বরে ৪নং ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ’র সভাপতি মোঃ ইছব আলী’র সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মি. জুয়েল আরেং এম.পি বলেন, শ্রমিকদের নায্য দাবি পূরণ করা হবে। কড়ইতলী গোবরাকুড়া স্থলবন্দরের নিযুক্ত শ্রমিকদের ৮ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় জাতীয় শ্রমিক লীগ গোবরাকুড়া স্থল বন্দর শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইছব আলী ও সম্পাদক আবুল বাক্কার ভূইয়া নাম ঘোষণা করেন। পরবর্তীতে ৩ শত সাধারণ সদস্য ও ৪৩ জন কার্য্যকরী কমিটির সদস্যদের নাম উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খুরশীদ আলম ভূঞা, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, ময়মনসিংহ জেলা শাখা ও সভাপতি উপজেলা শ্রমিক লীগ। প্রধান বক্তা এ.জি.এম নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিকলীগ শাখা। আরো উপস্থিত ছিলেন মোর্শেদ আনোয়ার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আওলাদ হোসেন, মোঃ আব্দুর রহমান, কার্য্যকরী কমিটির সদস্য, বাবু চয়ন কুমার সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কাঞ্চন কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাবিবুর রহমান (ভিপি হাবিব), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ। মোঃ কামরুল ইসলাম মিঞা, অফিসার ইনচার্জ, মোঃ নাজিম আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী যুবলীগ, মোঃ আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ উপজেলা শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী ও শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

(জেসিজি/এএস/নভেম্বর ২৯, ২০১৬)