দীপক চক্রবর্তী, মাগুরা : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়িছে। বর্তমান সরকারের সময়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এ দেশ এখন আর গরীব দেশ নয়, বাংলাদেশ এখন কারো কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে সাহায্য দিতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার  আজ বৃহস্পতিবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিড ডে মিল কর্যক্রম উদ্বোধন ও উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়কে ভিক্ষুক মুক্ত ঘোষণা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বিজ্ঞান মনস্ক জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। এ কারনে সরকার সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতোমধ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও দেশকে ভিক্ষুক মুক্ত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও ভিক্ষুকদের মধ্যে গরু, ছাগল ও শীত বস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।

(ডিসি/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)