নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় নওগাঁর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। কলেজ ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বহিরাগতরা হামলা চালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ বহিরাগত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আহত শিক্ষার্থীরা হলো, পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার তৃতীয় পর্বের শিক্ষার্থী আরমান হোসেন রুমন (১৯) ও একই বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থী সৈকত কুমার (১৮)। তারা দুইজনই নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী আরমান হোসেনের বাবা এবাদুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত ওই তিন যুবকসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত ৩ যুবক হলো, শহরের দক্ষিণ কালিতলার ইউনুস আলীর ছেলে ইমরান হোসেন (১৮), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইমরান কবীর সাহেল (২০) ও পালপাড়া এলাকার লক্ষণ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরী (১৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উপলক্ষে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। বেলা ১১টার দিকে লাঠি, চাপাতি ও হকিস্টিকসহ ১০-১২ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। কলেজে ঢুকেই তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আরমান হোসেনকে এলোপাতাড়ীভাবে মারপিট করতে শুরু করে। এ সময় সৈকত কুমার নামে অপর শিক্ষার্থী তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বহিরাগতরা। তারা আরমান হোসেনের বা পায়ের গোড়ালি ও পিঠে এবং সৈকতকে পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। বহিরাগতরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেলে শিক্ষার্থী ও শিক্ষকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন সৈকত কুমার জানায়, ‘কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বসে সকাল থেকে আরমান ভাইসহ আমরা বেশ কয়েকজন কলেজ মাঠে চলা ক্রীড়া প্রতিযোগিতা দেখছিলাম। বেলা ১১টার দিকে ইমরান ও চন্দনসহ ১০-১২ জন স্থানীয় বহিরাগত যুবক কলেজ ক্যাম্পেসে ঢুকেই আরমান ভাইকে মারপিট করতে শুরু করে। আমি মারামারি আটকাতে গেলে তারা আমাকেও মারপিট করে। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।’

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফজলুল হক জানান, কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া সপ্তাহ চলা অবস্থায় অতর্কিতভাবে ১০-১২ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। কলেজের অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি বা আধিপত্য বিস্তারের কারণে এই হামলার ঘটনা ঘটেনি বলে মনে করেন তিনি। তার মতে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) শামসুল আলম শাহ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন যুবককে আটক করা হয়। তারা কেউই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নয়।

(বিএম/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)