লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলে পুলিশ পরিচয়ে দু’বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের বাধা দেয়ায় ৩জনকে কুপিয়ে আহত করেছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দু’রাউন্ড গুলি বর্ষণ করে ডাকাতদল পালিয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে ওহিদুর রহমান মিস্ত্রীর বাড়িতে সশস্ত্র ডাকাতদল পুলিশ পরিচয়ে হানা দেয়। দরজা খুলতে দেরি হওয়ায় দরজা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২৫হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। বাধা দেয়ায় ওহিদ ও তার চাচা হাফিজ শেখকে কুপিয়ে আহত করে ডাকাতদর। এরপর ডাকাতদল পাশ্ববর্তী রাজাপুর গ্রামের বাবুল কাজীর বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। বাধা দেয়ায় গৃহকর্তা বাবুল কাজীকে বেপরোয়াভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ডাকাতদল ২রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
(আরএম/এএস/এপ্রিল ০৯, ২০১৪)