নওগাঁ প্রতিনিধি : “রঙ্গীন পৃথিবী রঙ্গীন আলো, সকল নারী থাকুক ভাল” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, খান ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে রোধ, যৌতুক, নারী ও শিশু পাচার রোধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। মানববন্ধনে মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী নেত্রীরাসহ বিভিন্ন সংগঠনের নারীরা অংশ গ্রহন করেন। অপরদিকে এদিন নওগাঁর সাপাহারে নিভৃত পল্লী হাপানিয়া শিয়ালমারী নামক এক অজো পাড়া গাঁয়ে নারী সংগঠন লোককেন্দ্রের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(বিএম/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)