মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিক গ্রুপের উদ্যোগে বুধবার মা সমাবেশ ও রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইউনিসেফ মিসেস সীমা সেন গুপ্তা।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ফিল কর্ডিনেটর ইউনিসেফ সরা বরডাস ইড্ডি, নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডি,ডি এফ.ফি গোলাম মোহাম্মদ আযম, পরিচালক পি.এইচ.ডি আশিশ দত্ত, ডিভিশনাল সীফ ইউনিসেফ ওমর ফারুক, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল কদ্দুছ, কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন্দ্রচন্দ্র চক্রবর্তী, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, ইউনিসেফ হেল্থ অফিসার ডাঃ আলমগীর, পি এইচ.ডি জেলা সমন্বয়কারী মুকিম হোসেন, পি এইচ ডি উপজেলা সমন্বয়কারী আতিকুল ইসলাম প্রমুখ। ক্যাম্পেইনে অর্ধশতাধিক গর্ভবতী মা ও শিশুদের ডায়াবেটিক, রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

(এএমএ/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)