নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক সরবরাহকৃত বোরো ধানের বীজ নিয়ে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। এসব নিমানের বীজ কিনে কৃষক প্রতারিত হচ্ছে। সরবরাহকৃত ধানবীজের শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ বীজে অংকুরোদগম হয়নি বলে কৃষকদের অভিযোগ।

বরেন্দ্র কর্তৃপক্ষ এই ধানবীজ ফেরত নিলেও তার দাম বা ভালমানের বীজ প্রদান করেনি।
বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জানায়, তারা মাইকিং শুনে বোরো ধানের চারা তৈরির জন্য উপজেলা বিএমডিএ অফিস থেকে ১০ কেজি ওজনের একেকটি ধান বীজের ব্যাগ ৩৫০ টাকা দরে কিনেছেন। পরবর্তীতে বীজতলা তৈরির পর ধানবীজ গুলো চারার জন্য প্রস্তুত করলে তারা দেখতে পান শতকরা ১০ থেকে ১৫ ভাগ বীজ থেকে অংকুরোদগম হয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। অবশিষ্ট বীজের প্যাকেটগুলো তারা বিএমডিএ অফিসে ফেরত দিতে গেলে অফিসের লোকজন সেগুলো ফেরত নিতে অস্বীকার করেন।

কৃষকরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরীর নিকট বিষয়টি জানান। উপজেলা চেয়ারম্যান মোবাইল ফোনের মাধ্যমে বীজগুলো ফেরত নেয়ার নির্দেশ দিলে অফিসের লোকজন বীজের ব্যাগগুলো ফেরত নিতে থাকেন। কিন্তু কোন মূল্য ফেরত দেননি। বিএমডিএ অফিসে কথা বললে তারা জানায়, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

কৃষকদের অভিযোগ, বিএমডিএ নিম্নমানের ধানবীজ দিয়ে তাদের সময় নষ্ট করলো, বীজতলাও নষ্ট করলো। পরীক্ষা-নীরিক্ষা না করে এধরনের নিম্নমানের বীজ তাদের মাঝে সরবরাহ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কৃষকরা। সেই সঙ্গে অবিলম্বে ধানবীজের টাকা ফেরত দাবিসহ দায়ী ব্যক্তিদের উপযুক্ত বিচার দাবি করেন তারা।

(বিএম/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)