নারায়ণগঞ্জ প্রতিনিধি : আইভীর পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের অনুসারী নেতারা।

তবে তারা কেন্দ্রীয় নেতাদের চাপের মুখে কিংবা তাদেরকে খুশি করতে নৌকার পক্ষে মাঠে নেমেছেন নাকি শামীম ওসমানের নির্দেশনা পেয়েই মাঠে নেমে গণসংযোগ করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে।

বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকাসহ আশপাশের মার্কেটসহ বিভিন্ন রাস্তায় নৌকার পক্ষে গণসংযোগ করেন তারা।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনার জন্য কার্য বন্টন করে দায়িত্ব দেয়া হয়। একই সঙ্গে আওয়ামীলীগ কার্যালয়কে নৌকা প্রতীকের প্রার্থী আইভীর প্রধান নির্বাচনী কার্যালয় ঘোষণা করা হয়।

এদিকে, আইভীকে সঙ্গে নিয়ে রাতে নারায়ণগঞ্জ শহরে নৌকার পক্ষে গণসংযোগ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান চৌধুরী নফেল, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রশিদুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)