আন্তর্জাতিক ডেস্ক : প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের অনলাইন জরিপে ২০১৬ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, রবিবার মাঝ রাত পর্যন্ত ওই জরিপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এগিয়ে থাকার খবর এসেছিল।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অভাবনীয় জয়ের পর মার্কিন এই ধনকুবের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব জিতলেন। জরিপের ফল প্রকাশের পর এনবিসি নিউজকে দেয়া এক সা্ক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি বিরাট সম্মান; তার জন্য এর অর্থ অনেক কিছু।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পেছনে ফেলে চূড়ান্তভাবে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ট্রাম্প।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে সফল প্রচারণার নেতৃত্ব দেয়া ব্রিটেনের ইন্ডিপেনডেন্স পার্টির সাবেক নেতা নাইজেল ফারাজ টাইমের বর্ষসেরার তালিকায় ছিলেন। বর্ষসেরার দ্বিতীয় পছন্দ ছিলেন ক্লিনটন। টাইমের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেন, ট্রাম্পকে বেছে নেয়াটা ছিল সহজ।

বর্ষসেরা নির্বাচনে পাঠককে ভোটের আহ্বান জানানো হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন টাইমের সম্পাদক।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)