দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ই্উবিআর প্রকল্পের ইযুথ ফোরাম এর আয়োজনে উপজেলার জিও এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও ইযুথ ফোরামের সকল সদস্য সদ্যাদের অংশগ্রহনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

ডিএসকে মাতৃসদন ও ল্যবরেটরী হাসপাতালের হলরুমে ‘‘বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা, মুক্ত হউক নারীর প্রতি পথ চলা’’ উক্ত শ্লোগানকে সামনে রেখে ডিএসকের উপজেলা ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারীর সভাপতিত্বে ইযুথ ফোরামের সাধারন সম্পাদক সনিয়া আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ।

অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব সস্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, এন সি সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নিতাই সাহা, ডিএসকের ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার সাংবাদিক ধ্রুব সরকার, শিশু ফোরামের প্রতিনিধি মোঃ মজিবুর রহমান নয়ন প্রমুখ।

(এনএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)