আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থ্য হয়ে পড়া ও মৃত্যুর সংবাদে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্নস্থানে অন্তত ৭৭ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে বুধবার এ তথ্য জানিয়েছে।

তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয় সাবেক অভিনেত্রী ও মুখ্যমন্ত্রী জয়ললিতা রাজ্যজুড়ে আম্মা হিসেবে পরিচিত। এদিকে, তার মৃত্যুর শোকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ রূপি করে দেয়ার ঘোষণা দিয়েছে আম্মার দল এআইএডিএমকে।

এর আগে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ললিতা। এআইএডিএমকের এক বিবৃতিতে বলা হয়েছে, জয়ললিতার শারীরিক অসুস্থ্যতা ও পরবর্তীতে মৃত্যুর সংবাদ শুনে মোট ৭৭ জন নিহত হয়েছে।

তামিলনাড়ুর জনপ্রিয় এই মুখ্যমন্ত্রীর মৃত্যুর শোকে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)