দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বেসরকারি উন্নয়ন সংগঠন,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (স্কোপ) প্রকল্প, কারিতাস, পপি (সিডস্) প্রকল্প, ওয়াই ডব্লিউসিএ, সারা, এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় শনিবার।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে ”সংগ্রামে-শপথে মানবাধিকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আসাদ,সাংবাদিক তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, নিতাই সাহা, নিতাই সরকার,সারার প্রকল্প সমন্বয়কারী অরন্য ই,ছিরাম, ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আক্তারুজ্জামান বাবুল, কারিতাস ব্যাবস্থাপক নিউটন মানকিন প্রমুখ।

(এনএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)