নিতাই সাহা, দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে গারোদের ঐতিহ্যবাহী  ওয়ানগালা উৎসব জিবিসি বড় সভার মাঠে অনুষ্ঠিত হয় রবিবার।

গারোদের ওয়ানগালা অনুষ্ঠান হচ্ছে শীতের শস্য ঘরে তোলা এবং ধর্মীয়ভাবে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বা বাংলায় এটাকে ”নবান্ন” উৎসব বলে। এবারের উৎসবের মুল প্রতিপাদ্য বিষয় হলো নাংরিমগ্রিগাও বাংলাদেশ (সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ)। ওয়ানগালার বাণী বর্তমান প্রতিকুল পরিবেশে ও আমাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে।

মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছড়িয়ে পরে তার জন্যই গারোদের ঐতিহ্যবাহী বার্ষিক ওয়ানগালা উৎসব পালন করা হয়।

উক্ত উৎসবের শুভ উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এম,পি। উদ্বোধন শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান এর সঞ্চালনায় জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, ময়মনসিংহ-০১আসনের সংসদ সদস্য আদিবাসী নেতা জুয়েল আরেং, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য উপাধাক্ষ রেমন্ড আরেং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ শাহীন আক্তার, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, ইউএনও মোঃ মামুনুর রশীদ, মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, আদিবাসী নেতা তনয়ানন্দ রেমা প্রমুখ।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সব জাতী-গোষ্ঠীর সমান অধিকার রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অগ্রযাত্রার মধ্য দিয়েই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। আলোচনা শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত গারো শিল্পীবৃন্দের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এমএনইউ/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)