নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার আইহাই-পাতাড়ী সীমান্তে সরকারী সীমান্ত রাস্তা ও রাস্তার জমি দখল করে এক শ্রেণীর মানুষ বসতবাড়ি নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থা যেন দেখার মত কেউ নেই সেখানে।

জানা গেছে, ওই সীমান্ত রাস্তার সম্পত্তি দখল করে বসত বাড়ি নির্মানের যেন হিড়িক পড়েছে। এ বিষয়ে রাস্তা দখল করে বসতবাড়ি নির্মানকারীরা জানান, ভূমিহীন হওয়ায় তারা ওই এলাকার আওয়ামীলীগ নেতা দাবীদার মতিউর রহমান নামে এক নেতাকে তাদের নির্ধারিত অংকের টাকা দিয়ে রাস্তার ওই স্থানে তাদের বসতবাড়ি নির্মান করেছে। এব্যাপারে অভিযুক্ত মতিউর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, কিছুদিন পূর্বে সে সরকারি রাস্তার দু’পাশের জায়গাগুলিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যাকে বলে ওই জায়গায় গাছ লাগালে সরকারী রাস্তার পার্শ্বের জায়গা দখলকারী প্রভাবশালীরা সেসব গাছের চারাগুলি তুলে ফেলেন।

টাকা উৎকোচের কথা অস্বীকার করে তিনি বলেন, প্রভাবশালী মহল সরকারী সম্পত্তি দখল করে খাওয়ার চেয়ে ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য তিনি কয়েক ঘর ভূমিহীন পরিবারকে ওই জায়গায় বাড়ি নির্মাণ করতে বলেছেন। বর্তমানে সীমান্ত রাস্তার জায়গা দখল করে পাতাড়ী-আইহাই এলাকায় সরলী মৌজায় প্রায় ৯/১০টি পরিবার তাদের বসত বাড়ি নির্মানের চেষ্টা করছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। সীমান্তে অবস্থিত ওই সীমান্ত রাস্তা দখল হয়ে গেলে সীমান্তে যাতায়াতকারী সীমান্তরক্ষী বাহিনীর টহলদলসহ সকল স্তরের মানুষের যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্থ হয়ে পড়বে। তাই এলাকার সচেতনমহল সীমান্তবর্তী সরকারী রাস্তা দখলকারীদের উচ্ছেদ করে সরকারি সম্পদ রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

(বিএম/এএস/ডিসেম্বর ১৩, ২০১৬)