মাগুরা প্রতিনিধি : মাগুরায় আলোচনা সভা ও নিরাবতা পালনের মধ্যে দিয়ে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিটি নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নিমাই চন্দ্র বিশ্বাস, পরেশ কান্তি সাহাসহ অন্যান্যরা।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যই ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে চুড়ান্ত বিজয় লাভের দু’দিন আগে রাজাকারদের সহয়াতায় পাকহানার বাহিনী বরেণ্য বুদ্ধিজীবীদের র্নিমমভাবে হত্যা করেছিল। বর্তমান সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় জাতি এখন অনেকটাই কলঙ্কমুক্ত। তবে এখনো দেশের বিভিন্ন স্থানে যেসব যুদ্ধাপরাধী রয়েছে তাদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।

(ডিসি/এএস/ডিসেম্বর ১৪, ২০১৬)