আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ার সাখা রিপাবলিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে। সেসময় বিমানটিতে ৩৯ জন আরোহী ছিলেন।

ভয়াবহ ওই বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন বিমানের সব আরোহী। তবে দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অনুসন্ধান এবং উদ্ধারকারী হেলিকপ্টার দিয়ে আহতদের তিকসির স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ৩৯ জন আরোহী ছিলেন। প্রথমদিকে বিমানের চার বা পাঁচজন বেঁচে আছেন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি তিন টুকরো হয়ে গিয়েছিল। তবে এতে আগুন ধরেনি। বিমানটিতে ৩২ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন।

খারাপ আবহাওয়ার কারণেই বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় দুর্ঘটনার পরপরই তিনটি এমআই-৮ হেলিকপ্টারকে ঘটনাস্থলে মোতায়েন করেছে।

ওই সামরিক বিমানটিতে করে সেনা সদস্যরা যাতায়াত করে থাকেন। বিমানটি তিকসি থেকে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটির কানসক বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)