গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ৫ম শ্রেনীর ছাত্রী ১২ বছরের শিশু রুনা আক্তার। রবিবার দিবাগত রাতে এ উপজেলা ডৌহাখলা ইউনিয়নে বৃ ডৌহাখলা গ্রামে আবুল কাশেমের কন্যা রুনা আক্তারের সাথে একই উপজেলার মরিচালী গ্রামের সুরুজ আলীর পুত্র মোঃ রিপনের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মর্জিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বাল্যবিয়ে প্রতিরোধ করেন।

এসময় বাল্যবিয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটক আব্দুর রাশিদ (৫০) কে এক মাসের ও শিশু কন্যার পিতা আবুল কাসেম (৫০) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান এবং মাতা তহুরা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

(এসআইএম/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)