নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচির উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক পর্যায়ে জনগণের ভূমি অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বাংলাদেশ প্রোপার্টি রাইটস ইনসিয়েটিভ (পিআরআই) এর আওতায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূটি (এইচআরএলএস) ব্র্যাকের আয়োজনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও এবং সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া।

মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ধামইরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, বদলগাছী সিনিয়র উপজেলা ব্যবস্থাপক ফজলুর রহমান, পত্নীতলার নুরুল ইসলাম ও ধামইরহাট উপজেলার সুরেশ চন্দ্র বর্মন, আইন সেবিকা ঝরনা বেগম প্রমুখ।

(বিএম/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)