হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ২১ ডিসেম্বর ব্র্যাকের উদ্যোগে অফিস কার্যালয়ে ব্র্যাকের কর্মদক্ষতা উন্নয়ন কর্মসূচী ও বাল্যবিবাহ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, স্টার প্রকল্পের কর্মদক্ষতা কর্মসূচীর আওতায় ব্র্যাকের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪-১৮ বৎসর বয়সের কিশোর-কিশোরীদের নিয়ে বিনামূল্যে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪৬ জন শিক্ষার্থী, ৬ জন ট্রেইনার (টিটি), ২৪ জন প্রশিক্ষকদের (এমসিপি) দিয়ে দর্জি কাজ, মোবাইল ফোন সার্ভিসিং, বিউটি পার্লার ও ফার্ণিচার  তৈরীর কর্ম পরিকল্পনা হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়েছে।

কর্মদক্ষতা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেলালুজ্জামান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল সহ ব্র্যাকের আবুল কালাম আজাদ (ডিএম), মোছাঃ ফারহানা জেলা ব্র্যাক প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, হালুয়াঘাট, মোঃ সেলিম রেজা (এফ.ও) হালুয়াঘাট ব্রাঞ্চ। উক্ত অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে বিভিন্ন বিয়য়াদি নিয়ে আলোকপাত করা হয়।

(জেসিজি/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)