বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবলীগ কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যুবলীগ কর্মী। গুরুতর আহত অপর যুবলীগ কর্মী রনিকে মংলা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মংলা থানা পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে চিলা ইউনিয়ন যুবলীগ আয়োজিত অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার মধ্য রাতে যুবলীগ কর্মী শোভন হোসেন (২৪), সৈকত (২৩) ও রনি (২০) একটি মোটরসাইকেলে করে চিলা থেকে মংলা শহরে ফিরছিল।

এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শোভন, সৈকত ও রনি গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শোভন ও সৈকতকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত রনিকে ভোর রাতে মংলা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বরক ২৩, ২০১৬)