রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিবাদমান দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর আবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর গ্রামের হোনাইগো বাড়িতে। গুরুতর আহত সুরেন্দ্র বিশ্বাসের ছেলে কাজল বিম্বাস (৪৫), রেন্টু বিশ্বাস (৩৫), রনজিত চন্দ্রের ছেলে হারাধন (৩১), আনন্দ (২০)কে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা  স্থানীয় ক্লিনিক ও ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় এলাকায় উভয় পক্ষের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হাসপাতালে চিকিৎসাধিন আহতরা জানান, কয়েকদিন আগে স্বরস্বতী পুজার দিন থেকে ওই গ্রামের ধর্মীয় অনুষ্ঠানে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত একটি কাসঁর নিয়ে মতুয়া মতের গুরু হিসেবে পরিচয় দেওয়া বেচুরাম গোস্বামী ও তার অনুসারীদের সাথে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যদের মাঝে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাদ্যযন্ত্রটি নিয়ে উত্তর গাইয়ারচর গ্রামের হারাধন ও কাজল বিশ্বাসের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে অন্তত ১৫ জন আহত হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রায়পুর গুরুতর ৪ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রায়পুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সংগ্রাম অধিকারী, পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অমৃত লাল নাথ, ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি তুষার রায়, সাধারণ সম্পাদক সুদেব কুরী, সাংগঠনিক সম্পাদক রুপম সাহাসহ সংখ্যালঘু নেতারা আহতদের দেখতে হাসপাতালে যান।
এবিষয়ে যোগাযোগ করলে কাজল বিশ্বাস ও হারাধন একে আপরকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন।
রায়পুর থানার (ওসি) রুপক কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এলাকায় টহলে রয়েছে। এখনো কেউ মামলা করেনি।
(পিকেআর/এএস/এপ্রিল ০৯, ২০১৪)