নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ফরম ফিলাপ ও পরীক্ষার অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সোমবার বেলা ১১টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলার রাইগাঁ ডিগ্রী কলেজ চত্বরে ২ ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয়া কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ আরিফুল ইসলাম আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষার ফরম ফিলাপ বাবদ মানবিক বিভাগের জন্য ২ হাজার ৩১৫টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৫৫০ টাকা, কোচিং ফি ৮শ’ টাকা, পরীক্ষার ফি’সহ বিভিন্ন খাত দেখিয়ে প্রত্যেকটি পরীক্ষার্থী কাছ থেকে ৫ থেকে ৬ হাজার টাকা করে আদায় করছেন।

উল্লেখিত পরিমানের টাকা দিতে কোন পরীক্ষার্থী অপারগতা প্রকাশ করলে ওই পরীক্ষার্থীকে আসন্ন পরীক্ষা থেকে বিরত রাখার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে। তবে ওইসব অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ আরিফুল ইসলাম।

(বিএম/এএস/ডিসেম্বর ২৬, ২০১৬)