স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে মিথ্যা খবর করার অভিযোগে গ্রেফতার হওয়া স্থানীয় সাংবাদিক নাজমুল হুদাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, গত ২৪ ডিসেম্বর তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নাজমুল হুদাকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আব্দুল আওয়াল। মঙ্গলবার সকালে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাজমুল হুদা বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর, একুশে টেলিভিশন, রেডিও আমার ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি।

উল্লেখ্য, শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে সাংবাদিক নাজমুল হুদাকে গ্রেফতার করে পুলিশ।

গত শুক্রবার রাতে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হলে ওই রাতেই বাইপাইল এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০১৬)