দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প আয়োজিত মাঠ পর্যায়ে আনন্দ স্কুল ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার।

দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষক হিরেন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, সহকারী পরিচালক জেসমিন তাসনিমা বানু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে এম রিয়াজ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটর ফারহানা নাহার, মাদার স্কুলের প্রধান শিক্ষক দিলদার হোসেন খান, আনন্দ স্কুলের শিক্ষক শাহনাজ বেগম, দিপা রায়, রাকিব রনি প্রমুখ।

(এনএস/এএস/ডিসেম্বর ২৮, ২০১৬)