স্টাফ রিপোর্টার :আগামী ১৪ মার্চ নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর কলাবাগান থানাধীর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিএনপি-জামায়াতের ২৫/৩০ জন সদস্য রাস্তায় গাড়ি ভাংচুর, নিরীহ মানুষকে মারধর ও টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক মাসুদ সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।



(ওএস/এস/ডিসেম্বর২৯,২০১৬)