বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ধারাবাহিকতা বজায় রেখে এবারও জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের চমক দেখিয়েছে। শতভাগ পাশ সহ জেএসসিতে ৪৭জন ও পিএসসিতে ৫৬জনের জিপিএ ৫.০০ পেয়েছে ।

স্কুলের সূত্রে জানা গেছে, ২০১৬ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ৬৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই উর্ত্তীণ হয়েছে। তন্মধ্যে ৪৭ জন জিপিএ ৫.০০ পেয়েছে। বাকি ১৭ জনও ৪.৭০এর উপরে জিপিএ পেয়েছে। প্রাথমিক সমাপনি পরীক্ষায়(পিএসসি) ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই উর্ত্তীণ হয়েছে। তন্মধ্যে ৫৬ জন জিপিএ ৫.০০ পেয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ জানান, স্কুলের ছাত্র, শিক্ষকবৃন্দ,পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ের কারণে ফলাফলে আমার প্রতি বছর ধারাবাহিকতা বজায় রেখেছি।

(এলএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৬)