দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :জেলার দুর্গাপুরে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা সোসিও ইকোনোমিক এন্ড রুর‌্যাল এডভান্সমেন্ট এসোসিয়েশান “সেরা” ও দুর্গাপুর কমিউনিটি ওয়াচ গ্রুপ এর যৌথ আয়োজনে সবার জন্য মান সম্মত শিক্ষা কার্যক্রমকে তৃনমূল পর্যায়ে সচেতনতা বিস্তারের লক্ষ্যে শিক্ষা মেলা ২০১৬ কার্যক্রম অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ।

‘‘ধনী গরিবের বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই’’। এই প্রতিপাদ্য নিয়ে উপজেলার নলুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শিক্ষা মেলা‘র আয়োজন করা হয় । মেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ষ্টলের মাধ্যমে মান সম্মত শিক্ষা কার্যক্রমের নানাদিক প্রদর্শন করেন।
দিন ব্যাপী আনন্দঘন পরিবেশে র‌্যালী আলোচনা সভা ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা কার্যক্রমের সমাপ্তি ঘটে।

শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুুনূর রশীদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিলদার হোসেন খান, গণস্বাক্ষরতা অভিযানের সিনিয়র উপকার্যক্রম ব্যবস্থাপক এনামুল হক তাপস, সেরা কর্মসূচী পরিচালক আলী উসমান, সেরা কর্মসূচী ব্যবস্থাপক রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম, মোস্তফা কামাল লিটন, অনুষ্ঠানটি করেন । উল্লেখ্য গত মঙ্গলবার অনুরুপ মেলা কার্যক্রম বিরিশিরি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।


দুর্গাপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলার দুর্গাপুরে ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৬অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইউ,পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, মোঃ আলতাবুর রহমান কাজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ কামাল পারভেজ, ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।


দুর্গাপুরে হতদরিদ্রদের মাঝে কম্বল ও টিন বিতরণ

দুর্গাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এান মন্ত্রনালয়ের থেকে বরাদ্দ হত দরিদ্রদের মাঝে ২শত কম্বল ও ৭৭ বান্ডেল টিন বিতরণ করা হয় বৃহস্পতিবার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুনর রশীদ,ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।








(এনএস/এস/ডিসেম্বর ৩০, ২০১৬)