নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার। ওইদিন নিবন্ধিত ৪ হাজার ৮৩২ জন গ্র্যাজুয়েটকে সনদ দেয়া হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪ হাজার ৮৩২ জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন। অনুষ্ঠানে নিবন্ধিত অংশগ্রহণকারীদের মূল সনদ প্রদান করা হবে।

রাজধানীর অদূরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদসহ একাধিক বিশেষ অতিথির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০১৭)