নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ওপারে ভারত থেকে চোরাই পথে গরু আনতে যাওয়া আরো দুই বাংলাদেশী গরুব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হলো, পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক(৪০) ও ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে জিয়াউর রহমান (২৫)।

জানা গেছে, শুক্রবার রাতে ধৃত দুই জনসহ এপারের ৭/৮ জনের একদল গরু পাচারকারী ভারতের অভ্যন্তরে গরু আনতে প্রবেশ করলে ভারতের কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

এ বিষয়ে বিজিবি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই দুই গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে গিয়ে ভারতের দাল্লা হাই স্কুল মাঠে মাদক সেবন করছিল। এ অবস্থায় দাল্লা পুলিশ তাদের আটক করে। আটককৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ভারতের কেদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি ।

(বিএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৭)