নওগাঁ প্রতিনিধি : বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার নওগাঁয় মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস জানুয়ারি পালিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমার। জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন সকালে পুরনো কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সামিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, পরিদর্শক সবুজ কুমার দেবনাথ প্রমুখ। বক্তরা মাদকের কুপল ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

(বিএম/এএস/জানুয়ারি ১০, ২০১৭)