নওগাঁ প্রতিনিধি : “পুলিশিই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সাপাহারে কমিউনিটি পুলিশিং কমিটির সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, নারী ও শিশু হত্যা বিরোধী আলোচনা সভা সদরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনতা এক হয়ে কাজ করলে দেশের অনেক উন্নয়ন সম্ভব এর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মোঃ রকিবুল আকতার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া, ডিআইজি রাজশাহী রেঞ্জের (সিপিও) এস আই আয়নাল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/জানুয়ারি ১০, ২০১৭)